Header Ads

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলন শনিবার





উচ্চ শিক্ষিত যুব সমাজের দীর্ঘ দিনের দাবি চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছরে উন্নীত করণের উদ্দেশ্যে আগামী শনিবার দেশের প্রায় প্রতিটি জেলায় এক যোগে সমাবেশ ও র‌্যালি করা হবে। সমাবেশ ও র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

আজ বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে সঞ্জয় দাস জানান, শনিবার প্রতিটি জেলার প্রেসক্লাব, শহীদ মিনার বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সকাল ১১ টায় এক যোগে ছাত্র-ছাত্রীদের সমবেত হওয়ার কথা রয়েছে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রত্যেক এলাকার সচেতনমহল নিজ নিজ এলাকায় সমাবেশে অংশ গ্রহণ করবেন বলেও জানা গেছে। সকল জেলায় অংশ গ্রহণকারীরা কর্মসূচি শেষে নিজ নিজ জেলার জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার আর্জি জানিয়ে স্মারকলিপি প্রদান করবে। একই সময় রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ পালিত হবে। সমাবেশ শেষে একশান্তিপূর্ণ র‌্যালির মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়া হবে।

সংগঠনটির অপর জ্যৈষ্ঠ ব্যক্তি মো. ইমতিয়াজ হোসেনের সঙ্গে কথা বলে আরো জানা যায় যে , ২৭ তারিখে এক যোগে দেশব্যাপী কর্মসূচি পালন শেষে দাবি আদায়ের জন্য চূড়ান্ত পর্যায়ে শুরু হবে অনির্দিষ্টকালের জন্য আমরন অনশন কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অংশগ্রহণকারীরা আমরন অনশন পালন করবে।

উল্লেখ্য যে, ২০১২ সাল থেকে সংগঠনটি এই একটি দাবি আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। দাবিতে একাধিকবার সংসদে অনেক সংসদ সদস্য উত্থাপন করেছেন। সর্বশেষ উত্থাপন করেন মইন উদ্দীন খান বাদল। এছাড়াও যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীও একাধিকবার বিভিন্ন সভায় চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধির প্রযোজনীয়তা তুলে ধরেন।

এতে উপস্থিত ছিলেন সবুজ ভূঁইয়া, এম এ আলী, হারুন-অর-রশিদ, শফিক রহমান, সুদিপ পাল, নিত্যনন্দ সরকার ও প্রমূখ।

সূত্র ইত্তেফাক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.